জরায়ুর টিউমার (Fibroid uterus)

সবচেয়ে কমন জরায়ুর টিউমার এটি। এই টিউমার কখনাে কখনাে একটি কিংবা অসংখ্য দেখা দিতে পারে এর ফলে

✅মাসিকে সময় প্রচন্ড ব্যথা

✅মাসিকে অতিরিক্ত রক্তক্ষরণ

✅বারবার গর্ভস্থ সন্তান নষ্ট হয়ে যাওয়া।

✅সময়ের অনেক আগেই অপরিণত শিশু ডেলিভারি হওয়া

✅বন্ধ্যাত্ব সমস্যা দেখা দিতে পারে।

তাই প্রাথমিক অবস্থায় রােগটি শনাক্ত হলে এবং উপযুক্ত চিকিৎসা নিলে ঝুঁকি এড়ানাে সম্ভব। এ রােগের চিকিৎসায় বর্তমানে বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া যাচ্ছে যাতে অপারেশনের ঝুঁকি এড়ানাে যেতে পারে।

Uterine tumor:
It is the most common uterine tumor. These tumors can sometimes appear single or numerous as a result
✅ Severe pain during menstruation
✅Excessive bleeding during menstruation
✅Repeated miscarriage. 
✅Premature delivery of baby
✅Infertility problem may arise.

Therefore, if the disease is detected in the early stage and proper treatment is taken, the risk can be avoided. Various types of drugs are currently available in the treatment of this disease so that the risk of surgery can be avoided.
Click to Chat
Scroll to Top